বিখ্যাত কবিদের কবিতা

অনেক তিয়াষে করেছি ভ্ৰমণ

অনেক তিয়াষে করেছি ভ্ৰমণ
জীবন কেবলি খোঁজা।
অনেক বচন করেছি রচন,
জমেছে অনেক বোঝা।
যা পাই নি তারি লইয়া সাধনা
যাব কি সাগরপার।
যা গাই নি তারি বহিয়া বেদনা
ছিঁড়িবে বীণার তার?

(স্ফুলিঙ্গ)

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

Back to top button