তোমার আঙুল আমার চোখের ওপর
প্রেম, আমাদের দৃপ্ত মৌচাকের, দাওয়ার ব্যস্ত রাণী,
চিতার মত তন্বী, ক্ষিপ্র তুমি। তোমার সংসারে ঝোলে পেঁয়াজের দীর্ঘ স্তবক,
তোমার রাজত্ব মুগ্ধ করে চোখ, অস্ত্রের মত ঝলসায় রজন,
মদের লালচে আভা, সোনালী তেল।
সফেদ রসুন আর কুচকুচে মাটির কোয়া খুলে যায়
তোমার হাতে, আঙুলে জ্বলে শোরার নীলাভতা,
তোমার স্বপ্নেরা পায় বর্ণীল সালাদের রূপ,
জলের একটি পোষা সরীসৃপ তোমার ঝারিতে পাক খেয়ে থাকে।
তোমার নিড়ানি উস্কে দেয় মাটির সৌরভ,
তোমার নির্দেশে ভাসে শুভ্র বুদ্বুদ,
আমার মই আর সিঁড়িতে চলে তোমার চকিত আনাগোনা।
আমার হস্তলিপিও যেন তোমার তুখোড় পরিচালনার
অনুচর। আমার উদার কবিতার খাতা থেকে হারিয়ে যাওয়া তামাম বর্ণমালা
খুঁজে চলে তোমার মুখে সজীবতার স্বাদ।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১২
`Your hand flew from my eyes into the day.’ 35, from ‘100 Love Sonnets’ by Pablo Neruda.