অনুবাদ কবিতাকবিতা

ইকিকের ভীষণ বালিয়াড়ি

ইকিকের ভীষণ বালিয়াড়ি
অথবা মিঠে নদের ভরাট মোহনা, যেখানেই যাই,
পাল্টায় না তোমার আদিগন্ত গম, সোনালী অবয়ব,
আঙুর-গড়ন, উদাত্ত গীটার।

দয়িতা আমার, নীরবতার যুগ থেকে শুরু কোরে,
উত্তরে জড়ানো আঙুর-লতা থেকে ধূসর-নীল প্রেইরির
আপরিসর নির্জন প্রান্তর, নিকষ প্রকৃতির তামাম চালচিত্র
যেন তোমারই তুলনা দিয়ে গড়া।

অথচ বিষণ্ণ খনিজ পাহাড়, তুষার-ঝরা তিব্বতের ঢাল,
অথবা পোল্যান্ডের পাথর, কিছুই পারেনা পাল্টাতে
তোমার দুর্বার সোনালী শীষ, শস্যের সর্বগামী অজরতা

যেন কাদামাটি, যবের প্রান্তর, থোকাথোকা ফল,
যা-কিছু চিলির নিবিড় আপন, সব তোমার ভেতর স্থান করে নেয় বরাবর
কোনো এক অরণ্য-জ্যোৎস্নার সহজাত নিয়মে।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৮/১৬

XXVI, `100 Sonnets of Love’, by Pablo Neruda

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এটাও দেখুন
Close
Back to top button