তোমাকে ভালবাসার আগে
তোমাকে ভালবাসার আগে নিজের বলে কিছু ছিল না আমার।
রাস্তা আর সামগ্রীর ভেতর টালমাটাল হেঁটে
সব কিছু নামহীন, অপ্রয়োজনীয় মনে হত,
পৃথিবীটা বায়বীয় ছিল, কার যেন অপেক্ষায় ।
কিছু ছাইময় ঘর ছিল, কোনো কোনো সুড়ঙ্গে,
ছিল চাঁদের বসবাস। কিছু ভাগাড় ছিল, আমাকে চায়নি যারা,
কিছু হানা-দেওয়া প্রশ্ন ছিল, বালির ভেতর;
সব কিছু খাঁ খাঁ, মৃত, বোবা, ভাঙাচোরা ক্ষয়িষ্ণু, নির্জীব।
পৃথিবীর দিকে তাকিয়ে সবই আশ্চর্য অচেনা,
অনাত্মিক মনে হয়েছে, যেন এ সমস্ত অন্য কারুর –
হয়ত বা, বেওয়ারিশ সম্পত্তি সব
যতক্ষণ না তোমার সৌন্দর্য্য, তোমার অভাব, এসব এসে
হেমন্তর প্রকৃতিকে বাঙ্ময়, ভরন্ত করে তোলে
যতক্ষণ না তোমাকে ভালবাসি আমি।
-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৩/০৪
(`Before I loved you, Love, nothing was my own’, XXV from 100 Sonnets of Love – Pablo Neruda)