অনুবাদ কবিতাকবিতা

মুখের ভেতর ছড়িয়ে যায় ভালবাসার স্বাদ

মুখের ভেতর ছড়িয়ে যায় ভালবাসার স্বাদ,
এখন বসন্তহীন কষ্টের প্রহর নয় আর
দুঃখের কাছে বিকিয়ে ফেলেছি যখন দুই হাত,
তোমার চুম্বন যেন ফিরিয়ে নেয় সমগ্র আমায়।

আলোর কপাট রুদ্ধ করুক
তোমার মদির চুল, নিবিড় সৌরভ,
আর যদি ঘুমের ভেতর কেঁদে উঠি,
জেনো শুধু স্বপ্নে আমি এক হারিয়ে যাওয়া শিশু

রাতের পাতা সরিয়ে খুঁজছি তোমার হাত
গমের মত রোদেলা চুম্বন,
মায়াময় দীপ্তি তোমার, সুনিবিড় ছায়া

দয়িতা, স্বপ্নে যেখানে তুমি আর আমি হেঁটে যাই
সেখানে ছায়াময়্তা ছাড়া কিছু নেই,
শুধু তুমি ব’লে দিতে পারো, কখন রোদ উঠবে আবার।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
২০১৪/০৭/১৮

From XXI of `100 Love Sonnets’ by Pablo Neruda

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

Back to top button