বিখ্যাত কবিদের কবিতা
কবিদের সঙ্গে আলাপ ৩
এরকম কবিতা লেখো কেন
যা থরথর করে কাঁপে
ও মরতে ভয় পায়
বৃষ্টির সবকটা তীরে
বিষ মাখিয়ে দিচ্ছে চাঁদ
তোমার জন্যে
কাঁটা চামচের চারটে ফলা
তোমার হাঁ-এর মধ্যে এগোচ্ছে
শুধুই ফিরে আসবে বলে ?
এই যখন আয়োজন
তখন কী ছাতামাথা ভাবো
আর কবিতা লিখেই চলো
যাদের মরে যেতে এত ভয়
যে কেবল থরথর করে কাঁপে