বিখ্যাত কবিদের কবিতা

কুকুরকোলা

সাম্য এসেছে নির্বিঘ্নে
কারণ সকলেই কোকাকোলা খায়
শোনা যাচ্ছে কুকুরদের জন্যে
কুকুরকোলাও চালু হতে চলেছে

উন্মাদাগার বলে কিছু নেই
গণিকা বা সমকামী বলে কিছু নেই
এইডস বিনিময়ের মহোৎসবেেএক অখন্ড মানবজাতি গড়ে উঠেছে
সামাণ্য এসেছে নির্বিঘ্নে

বৃদ্ধদের পপ-গ্রুপ
বৃদ্ধাদের মিনি স্কার্ট পরা উল্লাস
সকলেই জিনস পরছে
সকলের পায়েই নাইকি অ্যাডিডাসের জুতো
সবাই আত্মরক্ষার জন্যে ক্যারাটে শিখে নিয়েছে
প্রত্যেকের বাড়ি ও গাড়িতে আর. ডি. এক্স
মজুত রয়েছে

সকলেই কেবল টিভির ব্লু-ফ্লিম দেখে
সকলেই শেয়ার কেনে, শেয়ারে বউ বাচ্চাও পায়
সকলেই আর কারোর নাম জানে না
সকলেরই কোন নাম নেই
কিন্তু সকলেরই ফ্যাক্স, ফোন, ক্রেডিট কার্ডের নম্বর আছে

সাম্য এসেছে নির্বিঘ্নে
কারণ সকলেই কোকাকোলা খায়
শোনা যাচ্ছে কুকুরদের জন্যে
কুকুরকোলাও চালু হতে চলেছে

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

Back to top button