বিখ্যাত কবিদের কবিতা

লড়াই যখন হবেই

কে কে সুইস ব্যাঙ্কে টাকা রেখেছ
হাত তোলো
কারা কারা ভালোবাসতে ভুলে গেছ
হাত তোলো
কার কার হাতে কড়ার তলায় ভাগ্যরেখা লুকিয়ে পড়েছে
হাত তোলো
ঘাসের আঙুল দিয়ে কারা শিশির জরিয়েছ
হাত তোলো
গণহত্যার জন্য যারা দায়ী
হাত তোলো
যে প্রজাপতি ধরতে পারো ডানা না-ভেঙ্গে
সেও হাত তোলো
আর যে রেঞ্জ দিয়ে মরচে পড়া নাটবল্টুকে খোলো
সে তো হাত উছিয়ে আছে

পাপী ও নিস্পাপ
শোষক ও শোষিত
আমাদের একটা অ-নিউক্লিয়র জায়গা চাই
লড়াই যখন হবে তখন মানবিক ভাবেই হোক ।

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

Back to top button