বিখ্যাত কবিদের কবিতা
নিজেকে জানার কবিতা ৩
আকাশ আমার একটা ডানা
আর একটা ডানা সমুদ্র
কিন্তু আমার ঠোঁটটা
শহরের ওপরে গেঁথে আছে
আমার পালকগুলো থর থর করে কাঁপে
ট্রামের আওয়াজে
আমার চোখের ওপর
জল জমে থাকে বৃষ্টির
হাঁটুর ওপর হেঁটে মানুষ কোথায় যায়
সূর্যটা ডুব দিতে চাঁদ ভেসে ওঠে
সব ট্রাম থেমে যায় এক সময়
চোখের ওপর থেকে নেমে যায় জল
আমার পালক সব শহরের এক একটা গাছ হয়ে যায়
আমার ঠোঁটটা পাথর
হাঁটুর ওপরে মানুষের হেঁটে চলার শব্দ
অন্ধকার কষ্টের পাথর
কিন্তু আকাশ যে আমার একটা ডানা
আর একটা ডানা সমুদ্র