বিখ্যাত কবিদের কবিতা

কুয়াশা

তুমি জানো যে লোকগুলো
রাত থাকতে বেরিয়েছে
তুমি এটাও জানো, এত কুয়াশা যে
ওরা একে অন্যকে দেখতে পাচ্ছে না
তুমি আরো জানো যে
কুয়াশায় ওরা লরি বা ট্রাক চাপা পড়তে পারে
তুমি জানো যে ওরকম একটা খবর পেলে
তোমার ভাল লাগবে
কিন্তু তুমি জানোনা যে কুয়াশায়
এ ওকে দেখতে না পেলেও
ওরা হাত ধরে রয়েছে
আরও জানোনা যে হাতগুলো মুষ্ঠিবদ্ধ হতে চাইছেে
এটাও জানোনা যে ওরা এতদিন
উঠে যাওয়া রুটের বাসের টিকিট জমিয়েছেেএবং জেনে রাখো
কুয়াশাটা কেটে গেলে
খেলটা জব্বর জমে যাবে ।

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

এটাও দেখুন
Close
Back to top button