বিখ্যাত কবিদের কবিতা

বামন

পৃথিবীতে বামন জন্মানো ভালো

বামনদের জন্যে ঘর লাগে খাটো
ফলে সিমেন্ট ও ইটের সাশ্রয় হয়
বামনদের নারীরাও পছন্দ করে
কারণ তারা আয়না আড়াল করে না
বামন থাকার আরও লাভ হল
কাপড়ও অল্প লাগে তাদের পোশাকে
তারা মরলে খাট লাগে ছোট
কাঠ লাগে কম
স্বল্প সময়ে তারা ছাই হয় আঁচে
শহুরে বামন হলে চুল্লিতে বিদ্যুৎও বাঁচে

পৃথিবীতে বামন জন্মানো ভালো
শুধু একটাই অনুবিধে
বামনদের দেখা যায় প্রায়শই
দৈত্যের কামনা ও খিদে

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

Back to top button