বিখ্যাত কবিদের কবিতা

হয় তারা সব কবিতাকে মেরে ফেলবে…

হয় তারা সব কবিতাকে মেরে ফেলবে…
কত কবিও তো মরে গেছে, বরফে, সমুদ্রে
বিদেশে স্বদেশে
লোরকা-র শরীরেই তো বৃষ্টির ফোঁটার মতো
বুলেটের দাগ
ফায়ারিং স্কোয়াডই যদি শেষ কথা হয়
মরে যাবে সব কবিতা

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

এটাও দেখুন
Close
Back to top button