বিখ্যাত কবিদের কবিতা
দুই হাতের লড়াই
নখে নখে জ্বলছে আগুন, পুড়ছে চালচুলো
আমার দুহাতে লেগেছে লড়াই
তাই হাত থাকতেও আমি নুলো
ছুরি বোমা তরোয়াল পিস্তল
স্তম্ভিত দেখে যাচ্ছি আমি
লড়াই বাঁধিয়ে দিয়ে ভেগেছে হারামি ।
দুই হাত আমার ভুলে গেছেেএক সঙ্গে হাতকড়া
পরেছিল তারা
দুজনকে তাদের
বেঁধেছিল করে পিছমোড়া
ফোঁটা ফোঁটা পড়েছিল
অভিন্ন এক রক্তধারা
বেবাক ভুলে গেছে
দুজনে গারদ
বাইরে পাহারা
চাকু লাঠি ভোজালি বন্দুক
হতবাক দেখে যাচ্ছি আমি
লড়াই লাগিয়ে দিয়ে ভেগেছে হারামি
নখে নখে ঝরছে আগুন, জ্বলছে চালচুলো
আমার দুহাতে লেগেছে লড়াই
তাই হাত থাকতেও আমি নুলো
হতভম্ভ দুই পায়ে
ঠায় দাঁড়ানো দুই পায়ে
শ্মশান আর কবরখানার ধুলো