বিখ্যাত কবিদের কবিতা

গুলি মারো !

এটা কোনো শ্লোগান নয়
নয় কোনো সংগ্রামী গান
ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি
গুলি মারো !
যা কিছু পারা যায় না তখনই অসহায় বলি
গুলি মারো !
রাস্তা রুখে দিলে কি কলকারখানা খুলবে ?
না ।
অতএব, গুলি মারো !
ভালো কথা হয়তো, গুলি মারো !
অজস্র মুখের কথা, গুলি মারো !
গুলি মারো বললেই গুঁড়িয়ে দেওয়া যায় না
অয়ন অরোরাকেও গুলি মারা হয়েছিল
এটা একটা সাধারণ কথা
তবু
গুলি কে মারছে, কে মরছে আমি জানতে চাই
গুলি কে বেচছে, বন্দুক কে কিনছে আমি জানতে চাই
গুলি বন্দুক- কোথায় জড়ো হচ্ছে বা হয়ে আছে
আমি বুঝতে চাই
কোনো মানে না খুঁজে পেলেেএই কবিতাতেও গুলি মারো !
রুগিকেও বাদ দিও না
শুধু একবার ভাবো বলবার আগে-
গুলি মারো !

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button