এই শহরের মধ্যে অতল আছে, ব্ল্যাকহোল আছে
আছে ম্যানহোলের মধ্যে মৃত্যুশিবিরের গ্যাস
আছে বিপ্লবীর ছিন্ন মুণ্ডের ছবি
টালিগঞ্জে কত মেয়ে সিনেমায় নেমে গেল
কত মেয়ে মারা পড়ে গেল সিরিয়ালে
ওহে সিরিয়াল কিলার-
কত ধান বুঝে নাও মুষ্ঠিমেয় চালে
অতল ও মেয়েদের ছবি জোগাড় করা
আমার হবি
বৃষ্টির উৎসবে
কাদামাখা এক খচ্চরের পিঠে উল্টো বসে
শহরে ঢুকছে এক মাতাল
এইমাত্র জানা গেল মাতালটা কবি