বিখ্যাত কবিদের কবিতা
দায়বদ্ধতার কথা
আপনার এই স্বাধীন, মোহময় জীবন
যা আপনি পরিপাটি ভাঁজ করে
কেচেকুচে, ধুয়ে মুছে
লকারে রেখে এসেছেন
ন্যাপথলিন বল সহযোগে
তা, অর্থাৎ আপনার ওই জীবন
যা বিকাশপত্রের মতো
বিকশিত হয়ে উঠবে
হাসিমুখে, নিষ্কুলষ, নিশ্চিন্ত
তার প্রতি আমারও কর্তব্য আছে
যা আমি অস্বীকার করতে পারি না
বরং বলা যায় দায়বদ্ধ
এবং সে কর্তব্যে অমি অবহেলা
করতে তো পারিই না
সময়, সুযোগ বুঝে, নির্ভুল দক্ষতায়
মনোনিবেশ সহযোগে
পেট্রোল ভিজিয়েেএকটা জলন্ত দেশলাই কাঠি ছুঁড়ে দেব
তবে, এখনই কিছু ঘটছে না