বিখ্যাত কবিদের কবিতা

সমাজবিরোধীতার কথা

একটি সজীব মৃতদেহ যখন অপরাপর পুষ্ট
এৃতদেহকে উৎসাহ দেয়
লুকিয়ে মানুষকে ফাঁসি দেওয়ার জন্যে সমগ্র রাষ্ট্রযন্ত্র
যখন বেশ্যার মতো সজাগ
একটি কুকুর যখন বাস চাপা পড়ার পরে
রাস্তায় চাঁদের আলোয় রক্তে ভিজে শুয়ে থাকে
আর তার শেষ চিৎকার টেপ রেকর্ড করে
ইস্কুলের বাচ্চাদের শোনানো হয়
যখন কবি ও লেখকবৃন্দ পোকা ধরার জন্যে
বড় বড় আলোর পাশে ওঁৎ পেতে থাকে
যখন একটা লোকের সাতশোটা লরি ভাড়া খাটে
আর একটা লোক ক্রাচ নিয়ে রাস্তা পার হয়
তখন আমৃত্যু লিখে যাব প্রতিবাদ
উন্মত্ত হিংস্র ও কুদ্ধ নিরবধি
এ যদি সমাজ হয়
তবে আমি সমাজবিরোধী

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

এটাও দেখুন
Close
Back to top button