বিখ্যাত কবিদের কবিতা
আশা হতাশার গান
কোথাও এখনও শোনো গান
ও প্রাণ, ও প্রাণ?
প্রতিমার শব জলে ভাসে
আরও ভাসে খই, চাঁদমালা
চোখের নিয়ত মান্দাসে
শুধু জ্বালা, বড় জ্বালা!
এখনও কি মৌন দিনান্তে
পশ্চিম ওড়ায় নিশান
ও প্রাণ, ও প্রাণ?
বৃক্ষ তারকা, গ্রহ যক্ষ্মায়
ধুঁকছে এবং ঝুঁকে কাশছে
শহরের ধোঁয়ায় কে অন্ধ
আলোর সোপান ভেঙ্গে আসছে?
কোথাও কি আছে অভিমান
ও প্রাণ, ও প্রাণ!