বিখ্যাত কবিদের কবিতা
হে রবীন্দ্রনাথ
যে শ্রেণীতে তুমি জন্মেছ
তার অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যেই
দেগে রাখা আছে তোমার ভাগ্য
উদবৃত্ত শ্রম থেকেই কেউ পায়
অর্থ, সুখ, অখন্ড অবসর
এবং কেউ উদবৃত্ত শ্রম দিয়েও
পায় সন্তানের মৃত্যু ও নিখোঁজ হওয়ার অধিকার
এসব কথা আজহ আর চালাকরা যাবে না
এসব কথা বয়ামের মধ্যে আছে
বাসি বিস্কুটের মতো মিইয়ে
বজরুকি ও বর্বরতাই সাজিয়েছে উলটো বিশ্ব
একটা ঠ্যাং ওপরে নীচে গলা কাটা ফাঁকা
ঝুলছে জীবন্ত ও স্বনামধন্য পাঁঠার প্রদর্শনী
ফ্যাসিস্তরা ছুরি, শিক ও কাতান থেকে রক্ত ধুচ্ছে
আবার রক্ত মাখিয়ে নেবে বলে
হাইরাইজ বানাবার সিমেন্টের ধুলোয়
ঢাকা পড়েছে বৃদ্ধ, নারী, সদ্যোজাত শিশুদের শব
হে রবীন্দ্রনাথ,
এরই মধ্যে আপনার জন্ম-উৎসব ?