বিখ্যাত কবিদের কবিতা

ট্রাফিক সিগনাল

… the policeman crucified at the crossroads
– Mayakovsky
সব মানুষ না
কেউ কেউ মওে যাবার পর
আকাশে চুপ কওে দাঁড়িয়ে
হতবম্ভ ট্রাফিক পুলিশের মতো
তারাদের যাওয়া আসা দেখে
আমি কিএরকম কাউকে চিনতাম
যাকে কেউ যেতে দেখেনি
যাকে চলে যেতে হয়েছিল
অস্পষ্ট চোখে
ব্যাপারটা বুঝে ওঠার আগে
কিছুতেই আমি ভুলে যেতে পারি না
সেই অন্ধকার জলের ঝাপটার
কথা ভাবতে ভাবতে
আকাশের মধ্যে হতভম্ব হয়ে
আমি চুপকরে দাঁড়িয়ে
আর ঠান্ডা চশমার মধ্যে দেখতে পাই
চাঁদ লাল চাঁদ হলদে চাঁদ সবুজ…

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

এটাও দেখুন
Close
Back to top button