বিখ্যাত কবিদের কবিতা
টাইপ
আকাশের বদ্ধ ক্রিমেটেরিয়ামে
শহরের নীলাভ সৎকার
ভেঙ্গে ভেঙ্গে অর্থহীন দিনের সোপান
ওাতের ফাঁপা কফ, মদ্যপের মুখ
কফ ও কবিতা উঠে আসে
ভেসে যেতে যেতে কথা
ঊৃষ্টির টাইপরাইটারে কবিতা জাগে
রাস্তায়
অন্ধ টাইপিস্ট অন্ধকারে বসে আছে