বিখ্যাত কবিদের কবিতা
বধ্যভূমি
ঈশ্বর , যদি পাল্টে যায় বধ্যভূমি
আমি কি মাথা পেতে দেব
চুলের মতো সূক্ষ খড়্গরে কাছে?
ঈশ্বর, তুমিই না বলেছিলে
মাথা নত করতে আমার
মানা আছে।
ঈশ্বর , যদি পাল্টে যায় বধ্যভূমি
আমি কি মাথা পেতে দেব
চুলের মতো সূক্ষ খড়্গরে কাছে?
ঈশ্বর, তুমিই না বলেছিলে
মাথা নত করতে আমার
মানা আছে।