বিখ্যাত কবিদের কবিতা

মানুষ সবটা বোঝে না

ডুবুরিদের শেষ নিশ্বাসের বুদবুদ ঝিনুকেরা বুকে করে রাখে
এভাবেই সমুদ্রের সঙ্গে মানুষ মিশে আছে
তাছাড়াও গভীর অতলান্তে নিমজ্জিত জাহাজ আছে
তাতে জাহাজ-মালিক ও শৃঙ্খলাবদ্ধ ক্রীতদাসের কঙ্কাল থাকে
থাকে না-খোলা মদেও বোতল, স্বর্ণমুদ্রা, কামান
একে আমরা নিমজ্জিত থিয়েটার বলতে পারি
এরপর আসছে ভ’পৃষ্ঠের মানুষের কথা
তারা এখনও ততটা মানবিক হতে পারেনি
সেখানে যেমন মাৎস্যায়ন হয় তা সমুদ্রে হয় না
কামট-মানুষ নিঃশব্দে কেটে নেয় অন্ধ মানুষের পা
তাই ভূপৃষ্ঠের মানুষ ক্রঠঢ় নিয়ে চৌরাস্তায় দিশেহারা
তাদেও লাল, হলুদ ও সমূহ আলো ভুল নির্দেশ দিচ্ছে
একমাত্র সঠিক নির্দেশ পাচ্ছে মোটরগাড়ি, জিপ, মারুতি ১০০০
ভূপৃষ্ঠ থেকে বিমান যেভাবে উড়ন্ত হয় সেখানে
এবার আসা যায় আকাশে
যেখানে ভূপৃষ্ঠের সংখ্যাগরিষ্ঠ মানুষের শেষ বা প্রথম নিশ্বাস,
ইানাবিধ বেগবান বায়ু, নীলাভ বলয় ও
ওজোন ছিদ্রের মধ্যে ঘোরাফেরা করছে

একজন কবি বলেছিলেন আকাশের ওপাওে আকাশ
তিনি দেখে যেতে পারেননি যে
দুর্দান্ত কৃত্রিম উপগ্রহের সঙ্গেও সহজেই যুঝে নিচ্ছে বালকের ঘুড়ি
এই সব তথ্য পাখিদের জিজ্ঞাসা করে আমি জেনেছি
ঐারা আকাশের মাছ; ভূপৃষ্ঠের প্রাণ ও সমুদ্রের তলায়
গভীর অর্থবহ দিন রেখে আসে

এভাবেই আকাশের সঙ্গেও মানুষ মিশে যায়
মানুষ সবটা বোঝে না কারণ তার ভালোবাসা বড় কম

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এটাও দেখুন
Close
Back to top button