বিখ্যাত কবিদের কবিতা
কামদুনি
ধর্ষনের পর
দু-পা ধরে একটি মেয়েকে
চিরে ফেলা যায়
তৈরি হতে পারে
অভাবনীয় এক মৃত্যুর জ্যামিতি
কোণের বিভাজন
যে কোণ থেকে
মহেঞ্জোদড়োর লিপি
পাঠ করা যায়নি
কী ভেবেছিল ধর্ষক
অসাড় দর্শক
কাগজে ও টিভিতে
সব জেনে ফেলে
ক্লোরোফর্ম করা অক্ষরে ও ছবিতে
মর্গে থাকে বলে
কারও কঙ্কালঢাকা মাংস
পচে যায় না
অবিকৃত, অবিকল থেকে যায়