বিখ্যাত কবিদের কবিতা
অন্ধকার মেখেছি দু-হাতে
অন্ধকার মেখেছি দু-হাতে
অন্ধকার মেখেছি মুখে
আর দেখা যাচ্ছে না আমাকে
দেখা যাবেও না
কপালে কুয়াশার টিপছাপ
ঘুমের আর শীত কওে না
শীত করবেও না
আগামী আবহাওয়ার খবর লেখা কাগজ
হাওয়ায় উড়ে যায়
অন্ধকার মেখেছি দু-হাতে
অন্ধকার মেখেছি মুখে
আর দেখা যাচ্ছে না আমাকে
দেখা যাবেও না
কপালে কুয়াশার টিপছাপ
ঘুমের আর শীত কওে না
শীত করবেও না
আগামী আবহাওয়ার খবর লেখা কাগজ
হাওয়ায় উড়ে যায়