বিখ্যাত কবিদের কবিতা
পাখি
পাখিদের এই আবেদন তুমি অগ্রাহ্য করো না
শেষ একটু হলুদ রোদ্দুর ওরা
মাখতে চাইছে ডানায়
যখন ওদের চোখ বন্ধ হয়ে যাচ্ছে
উত্তর গোলার্ধেও সব শীত নিয়ে…
সূর্য ডুবছে
তাকে বলো আর একটু বেশি সময় থাকতে
ঘলুদ চোখ, ঠোঁট ফাঁক হয়ে আছে
তোমার প্রত্যাশায়
বলো, সূর্য তুমি একটা মেডেল
দৌড়ে যাকে তুমি জিতেছ
পালকে ঢাকা মানুষ
অন্যথা কোরো না
অন্যরকম হলে সবকিছু
ওলটপালট হয়ে যাবে