বিখ্যাত কবিদের কবিতা

ব্ল্যান্ক ফায়ার

বুলেট-বিদ্ধ যুবকের হাঁ করে থাকা চোখ-খোলা মুখ
শ্রমিকের বউয়ের খালি কোল বা মৃত শিশুটির
রেখে যাওয়া আধখাওয়া বিস্কুট
রক্তপতাকায় লুকিয়ে থাকা রক্তবমি
লক্ষ লক্ষ টিবি রোগীর কাশি
ধর্ষিতার ভেঙ্গে যাওয়া চুড়ি, বয়ামে আটকে পড়া মাছি,
পৃথিবীর শেষ ফড়িং বা তিমিমাছ

অকেজো টিভি, সচল ও জীবন্ত এ. কে. ফর্টিসেভেন
ওষুধের ধারালো ফয়েল, মুখ থুবড়ে পড়া খালি মদেও বোতল
মস্তিষ্কের পথে বিরক্ত রক্ত, মরচে পড়া সাইকেল, ফেলে দেওয়া সিডি
সমুদ্রের আঁশটে চিৎকার, পাগলখানার তালা
তামাদি হয়ে যাওয়া প্রেসক্রিপশন, ট্রাকে চাপা পড়া কুকুরছানা
পাখিদের সরব দিন ও নিরব রাত, পায়ে মাড়ানো সিগারেট
দেওয়ালে টাঙানো লেনিনের বিবর্ণ ছবি, খালি প্যারান্বুলেটর
এদের নিয়ে আর কবিতা লেখা হয় না

কবিতা লেখা হয় শব্দ দিয়ে
আর করে আনা কিছু আশ্রমিক শব্দ দিয়ে
প্রাক্তন কবিদের ব্যবহৃত শব্দ মিলিয়ে মিশিয়ে
কবন্ধদেও গণিতচর্চার মতো
ঐা আসলে হল বুদবুদের ভেতরে থাকা ফাঁকা
ওবিবার সব মুরগি বিক্রির পর খালি খাঁচা
মৃতদেহর কার্ডিয়োগ্রাম, শপিং মলে সজ্জিত হারকিউলিয়াম
নাইট ক্লাবে মেতে উঠা পম্পেই

কমরেড, এই শূণ্যতার কথা নাগার্জুনে নেই

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

Back to top button