বিখ্যাত কবিদের কবিতা

জাগর-তূর্য

ওরে ও শ্রমিক,​​ সব মহিমার উত্তর-অধিকারী!
অলিখিত যত গল্প-কাহিনি তোরা যে নায়ক তারই॥
​​​​
​​ ​​ ​​​​ শক্তিময়ী সে এক জননির
​​ ​​ ​​​​ স্নেহ-সুত সব তোরা যে রে বীর,
পরস্পরের আশা যে রে তোরা,​​ মার সন্তাপ-হারী॥
​​​​
​​ ​​ ​​​​ নিদ্রোত্থিত কেশরীর মতো
​​ ​​ ​​​​ ওঠ ঘুম ছাড়ি নব জাগ্রত!
আয় রে অজেয় আয় অগণিত দলে দলে মরুচারী॥
​​​​
​​ ​​ ​​​​ ঘুমঘোরে ওরে যত শৃঙ্খল
​​ ​​ ​​​​ দেহ মন বেঁধে করেছে বিকল,
ঝেড়ে ফেল সব,​​ সমীরে যেমন ঝরায় শিশির বারি।
উহারা কজন?​​ তোরা অগণন সকল শক্তি-ধারী॥

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এটাও দেখুন
Close
Back to top button