বিখ্যাত কবিদের কবিতা

বাসন্তী

কুহেলির দোলায় চড়ে
এল ওই কে এল রে?
মকরের কেতন ওড়ে
​​ ​​ ​​​​ শিমুলের হিঙুল বনে।
পলাশের গেলাস-দোলা
কাননের রংমহলা,
ডালিমের ডাল উতলা
​​ ​​ ​​​​ লালিমার আলিঙ্গনে॥
​​​​
না যেতে শীত-কুহেলি
ফাগুনের ফুল-সেহেলি
এল কি?​​ রক্ত-চেলি
​​ ​​ ​​​​ করেছে বন উজালা।
ভুলালি মন ভুলালি,
ওলো ও শ্যাম-দুলালি,
তমালে ঢাললি লালি,
​​ ​​ ​​​​ নীলিমায় লাল দেয়ালা॥
​​​​
ওলো এ ব্যস্ত-বাগীশ
মাধবের নকল-নবিশ
মধুরাত নাই হতে — ইস
​​ ​​ ​​​​ মাধবীর কুঞ্জে হাজির!
বলি ও মদনমোহন!
না যেতে শীতের কাঁপন
এলো যে,​​ থালায় এখন
​​ ​​ ​​​​ ভরিনি কুঙ্কুম আবির॥
​​​​
হা-রা-রা হোরির গীতে
মাতিনি আজও শীতে
অধরের পিচকিরিতে
​​ ​​ ​​​​ পুরিনি পানের হিঙুল।
গাহেনি কোয়েল সখী —
‘মর লো গরল ভখি!’
এখনই শ্যাম এল কি
​​ ​​ ​​​​ আসেনি অশোক শিমুল॥
​​​​
মোরা সই বকছি মিছে
ওলো দ্যাখ শ্যামের পিছে
এসেছে কে এসেছে
​​ ​​ ​​​​ দুলে কার চেলির লালি।
তখনই বলেছি ভাই
আমাদের এ মান বৃথাই,
এলে শ্যাম আসবেনই রাই —
​​ ​​ ​​​​ শ্রীমতী শ্যাম দুলালি॥
​​​​
পউষের রিক্ত শাখায়
বঁধু যেই বংশী বাজায়,
নীলা বন লাল হয়ে যায়,
​​ ​​ ​​​​ ফুলে হয় ফুলেল আকাশ।
এলে শ্যাম বংশীধারী
গোপনের গোপ-ঝিয়ারি
ফুল সব শ্যাম-পিয়ারি
​​ ​​ ​​​​ ভুলে যায় ছার গেহ-বাস॥
​​​​
সাতাশে মাঘ-বাতাসে
যদি ভাই ফাগুন আসে
আঙনে রঙন হাসে
​​ ​​ ​​​​ আমাদের সেই তো হোরি!
শ্রীমতীর লাল কপোলে
দোলে লো পলাশ দোলে,
পায়ে তার পদ্ম ডলে
​​ ​​ ​​​​ দে লো বন আলা করি॥

কবির আরো কবিতা পড়ুন

Leave a Reply

এটাও দেখুন
Close
Back to top button